সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় গুড নেইবারস-এর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের উখিয়ায় গুড নেইবারস বাংলাদেশ এর উদ্যোগে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম (সিডিপি) প্রকল্প উদ্বোধন করা হয়েছে৷

মঙ্গলবার (০৫ নভেম্বর) সকালে উপজেলা অডিটোরিয়ামে গুড নেইবারস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন মাইনুলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

গুড নেইবারস বাংলাদেশ ১৭ তম কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের মাধ্যমে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন ও পালংখালী ইউনিয়নের ১ হাজার ১০০ শিশু এবং প্রায় ৫ হাজার উপকারভোগী নিয়ে কাজ করবে।

গুড নেইবারস বাংলাদেশ এর উখিয়া সিডিপির প্রোগ্রাম ম্যানেজার মৌসমি চাকমা এবং কক্সবাজার আরইআর প্রজেক্টের চাইল প্রোটেকশন ম্যানেজার এ কে আবুল ফাত্তাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জহির আব্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহিদুল ইসলাম রুমান, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উপজেলা শিক্ষার অফিসার ও গুড নেইবারস বাংলাদেশ এর স্টেনডিং কমিটির সদস্য ফারজানা শারমিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর ও গুড নেইবারস বাংলাদেশ এর এডভাইজার কমিটির সদস্য মো হারুনুর রশিদ খান, নোঙর এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও গুড নেইবারস বাংলাদেশ এর এডভাইজার কমিটির সদস্য দিদারুল আলম রশিদ, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, রাজাপালং ইউনিয়ন ও পালংখালী ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষা, শিক্ষার্থী, মহিলা ইউপি সদস্য ও পুরুষ ইউপি সদস্য, নারী ও সমাজের লিডার, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।

অনুষ্ঠান শেষে ফিতা কেটে ও সিডিপি অফিসের ফলক উন্মোচন ও অনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

গুড নেইবারস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন মাইনুল বলেন, আমরা শিশু পরিষদ, যুব পরিষদ, কমিউনিটি উন্নয়ন কমিটি, শিশু অধিকার সু-রক্ষাকারী এবং কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে কাজ করি। গুড নেইবারস ক্ষমতায়ন, নেতৃত্ব, মালিকানা এবং তাদের পরিবেশের সাথে সামঞ্জস্যের মাধ্যমে কমিউনিটির টেকসই উন্নয়ন সাধন করে।

বক্তারা বলেন, গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)- শিক্ষা, স্বাস্থ্য এবং আয় বৃদ্ধিমূলক প্রকল্পগুলোর মাধ্যমে কমিউনিটির টেকসই এবং পরিপূর্ণ উন্নয়নের লক্ষ্যে কাজ করবে৷ প্রকল্পের তৈরি পরিবেশে শিশুরা সুস্থভাবে বেড়ে উঠে এবং তাদের অধিকার সুরক্ষিত হবে৷

গুড নেইবারস- শিক্ষা, শিশু সুরক্ষা, স্বাস্থ্য, ডিআরআর, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা, আয় বৃদ্ধি কার্যক্রম শিশু অধিকার সমর্থন এবং কমিউনিটির অংশীদারিত্ব এইসব ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে ভূমিকা রাখার মাধ্যমে কমিউনিটির ইতিবাচক পরিবর্তনকে ত্বরান্বিত এবং তাদের স্বনির্ভরতাকে শক্তিশালী করবে৷

উল্লেখ্য, গুড নেইবারস বাংলাদেশ (জিএনবি) ২০১৭ সালে জরুরী ত্রাণ সহায়তা কার্যক্রমের পরিচালনার মাধ্যমে কক্সবাজারের উখিয়া উপজেলায় এসেছিল। ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ক্যাম্প-৩ এ নারী-বান্ধব এবং শিশু-বান্ধব সেন্টার বাস্তবায়নের মাধ্যমে শিশু শিক্ষা ও সুরক্ষা কার্যক্রমসহ শিশু ও নারী-বান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ইউনিসেফের সাথে অংশীদারিত্বে হোস্ট কমিউনিটির জন্য ওয়াশ কার্যক্রম পরিচালনা করছে। উল্লেখিত কার্যক্রম পরিচালনার সময় জিএনবি বিশেষ করে হোস্ট কমিউনিটির সাথে আরোও কিছু কার্যক্রম পরিচালনা করেছে। জিএনবি হোস্ট কমিউনিটির চাহিদা মূল্যায়নের জন্য বেসলাইন জরিপ পরিচালনা করেছে। এলাকার প্রয়োজনীয়তা মূল্যায়নের করে শিশু অধিকার, শিশু শিক্ষা ও স্বাস্থ্য এবং নারী নেতৃত্ব গঠনের জন্য কমিউনিটিকে সম্পৃক্ত করে কমিউনিটির উন্নয়ন করতে জিএনবি প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তা উপলবদ্ধি করছে।


আরো খবর: