শহিদ রুবেল::
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে মাদকের মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার দণ্ডপ্রাপ্ত এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএন।
সোমবার (৪ নভেম্বর) বিকালে জামতলী পুলিশ ক্যাম্পের সহকারী ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ আব্দুল জলিলের নেতৃত্বে পরিচালিত অভিযানে আলী আহাম্মদ নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর বাসিন্দা আমার আহাম্মদের পুত্র।
এপিবিএন সূত্রে জানা যায়, আলী আহাম্মদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।
গ্রেফতারের পর কারাদণ্ড ও জরিমানার দণ্ডপ্রাপ্ত রোহিঙ্গা আলী আহাম্মদকে উখিয়া থানায় হস্তান্তর করা হচ্ছে।