বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযান, সিগারেট ও ওয়াকিটকি উদ্ধার, আটক ১

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

শহিদ রুবেল::

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ২৪ ঘন্টার অভিযানে ৯০০ প্যাকেট বার্মিজ সিগারেট ও ৮টি ওয়াকিটকি সেটসহ বিভিন্ন পরিত্যক্ত মালামাল উদ্ধার করা হয়েছে। এসময় এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল সোমবার দিনে ও রাতে ১৪ এপিবিএনের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় অনুমোদন বিহীন বার্মিজ ৯০০ প্যাকেট বার্মিজ সিগারেট সহ ক্যাম্প-৩ এর মজি উল্লাহর পুত্র রোহিঙ্গা সাবের আলম (১৯) কে আটক করা হয়।

এইছাড়াও পরিত্যক্ত অবস্থায় ৮টি ওয়াকিটকি সেট, ১৩টি ব্যাটারি, ৪টি এডাপ্টার ও ৪টি চার্জার উদ্ধার করা হয়।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ইকবাল জানান, ১৪ এপিবিএনের আওতাধীন ক্যাম্পসমূহ ২৪ ঘন্টার অভিযানে বার্মিজ সিগারেটসহ ১ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এইছাড়াও ক্যাম্পে পরিত্যক্ত অবস্থায় ওয়াকিটকিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অপরাধমূলক কার্যকলাপ বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।


আরো খবর: