শিরোনাম ::
নারী উদ্যোক্তাদের ঋণ পরিশোধে ১% প্রণোদনা অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক ইসরাইলি বোমার ভয়ে তাঁবুর ভেতর গর্ত খুঁড়ে থাকছে গাজাবাসী পাঠ্যপুস্তকের বিতর্ক নিরসনে গুরুত্ব দেয়া হয়েছে কুয়েত সফরে জামায়াত আমির শফিকুর রহমান কানাডাকে যুক্ত করে এবার যুক্তরাষ্ট্রের মানচিত্র শেয়ার করলেন ট্রাম্প ব্যাংকে ডলারের সংকট নেই – DesheBideshe এবার ফ্রিজ, এসি ও মোটরবাইক উৎপাদনকারীদের কর দ্বিগুণ করল সরকার উখিয়ার কোটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট প্রকৃত খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াতে পারে বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া – DesheBideshe
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ার কোটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

উখিয়া উপজেলার বাণিজ্যিক রাজধানী কোটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এতে নগদ আড়াই লাখ টাকাসহ ৫০টি স্মার্টফোন চুরি হয়। যার আনুমানিক বাজার মূল্য ১০ লক্ষাধিক টাকা।

৭ জানুয়ারি মঙ্গলবার ভোর রাতে কোটবাজারের চৌধুরী মার্কেটের নিচ তলার ফরিদ টেলিকমে এই ঘটনা ঘটে।

ফরিদ টেলিকমের স্বত্বাধিকারী আশেক উল্লাহ জানান, সোমবার রাতে দোকানের শাটারের সংস্কার কাজ করে রাত আনুমানিক ৩ টায় দোকান বন্ধ করে চলে যায়। মঙ্গলবার সকালে দোকানে এসে তালা ভাঙ্গা অবস্থায় দেখলে সিসিটিভি ফুটেজ দেখে চুরির ঘটনা নিশ্চিত হই। দোকানে ক্যাশে রক্ষিত নগদ দুই লাখ ৫ হাজার টাকাসহ বিভিন্ন ব্র্যান্ডের ৫০ টি স্মার্টফোন চুরি হয়েছে। স্মার্টফোনগুলোর আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ ৩৫ হাজার টাকা। চুরির ঘটনায় উখিয়া থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তিনি চুরির রহস্য উদঘাটনে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

কোটবাজার বণিক কল্যাণ সমবায় সমিতির নবনির্বাচিত সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার জানান, বাণিজ্যিক স্টেশনে কোটবাজারে ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙ্গে চুরির ঘটনা ব্যবসায়ীদের মালামালের নিরাপত্তা নিশ্চিতের আশংকা দেখা দিয়েছে। দ্রুতই চুরির ঘটনা উদঘাটনের মাধ্যমে ব্যবসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে প্রশাসনের প্রতি দাবি জানান।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ হোসাইন জানান, চুরির ঘটনায় উখিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
###


আরো খবর: