শিরোনাম ::
ইন্টারনেটের ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহারের বিষয়ে উপদেষ্টা নাহিদের পোস্ট শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন ফেব্রুয়ারিতে বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় পেছাল আইএমএফ ‘পরবর্তী ২০ বছর দেশের রাজনীতিতে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে’ ২৮ জানুয়ারি থেকে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি রেলকর্মীদের হাসিনার বিদ্বেষমূলক বার্তা প্রচার করলে আইনি ব্যবস্থা শেখ হাসিনার ‘নিশি রাতের ভোট’ নিয়ে অনুসন্ধানে দুদক দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত সমন্বয়ক শহীদ দুই দশক পর বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের সভা
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় মাদক নিয়ন্ত্রণে ঢাকা আহছানিয়া মিশন’র সচেতনতা সভা

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। মাদকের বিরুদ্ধে প্রত্যেক স্কুলে সচেতনতা কার্যক্রম পরিচালনা করতে হবে। বুধবার (২০ সেপ্টেম্বর) উখিয়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহসানিয়া মিশন আয়োজিত হ্যান্সিং দ্য ক্যাপাসিটি অব সিভিল সোসাইটি টু প্রিভেন্ট ড্রাগ এবিউজ এমাং দ্য ইয়ূথ শীর্ষক প্রজেক্টের সচেতনতা সভায় এসব কথা বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিন।

উখিয়া সদরে অবস্থিত পালস বাংলাদেশ সোসাইটি ট্রেনিং সেন্টারে আয়োজিত সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধি অংশ নেয়। এসময় অংশগ্রহণকারীদের সবাইকে মাদকের সেবন ও পাচার রোধে সজাগ এবং সচেতন হওয়ার আহবান জানান। সবাইকে ভয়ংকর মরণনেশা থেকে দূরে থাকতে অনুরোধ করেন বক্তারা।

ঢাকা আহ্ছানিয়া মিশনের UNODC Youth প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ ফিরোজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. বদরুল আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার,উখিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ,আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর কবির প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি ঢাকা আহসানিয়া মিশনের সমন্বয়কারী (স্বাস্থ্য সেক্টর ) মোহাম্মদ শরীফুল ইসলাম সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন। কি-নোট প্রেজেন্টার ছিলেন UNODC Youth প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ শাহেদুল হক।

এসময় ঢাকা আহ্ছানিয়া মিশনের ওয়াশ সেক্টরের IWRRHC প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, ঢাকা আহ্ছানিয়া মিশনের এডমিন এন্ড একাউন্টস অফিসার আবু সাদাত মোহাম্মদ ইমতিয়াজ,দৈনিক আলোকিত বাংলাদেশ এর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার এ এইচ সেলিম উল্লাহ, নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আরটিভি টেকনাফ প্রতিনিধি শাহীন শাহ, উখিয়া প্রেসক্লাব এর সাবেক নির্বাচন কমিশনার আব্দুল্লাহ আল আজিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আরো খবর: