শিরোনাম ::
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় বন বিভাগের অভিযানে দুইটি মাটি ভর্তি ডাম্পার সহ আটক -৫

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় বন বিভাগ অভিযান চালিয়ে দুইটি মাটি ভর্তি জাম্পার সহ পাঁচজন কে আটক করতে সক্ষম হয়।এসময় তাদের কাছ থেকে মাটি কাটার ৪টি ভেলচা, কোদাল ৪টি ও ১টি চাকু উদ্ধার করতে সক্ষম হয়। এসব মালামাল নিয়ে আসার সময় পাহাড় খেকোরা অর্তকিত ভাবে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের উপর হামলা চালায়। গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তাকে উদ্ধার করে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়।বুধবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের মধুঘোনা নামক এলাকায় অভিযান চালিয়ে ডাম্পার যোগে মাটি পাচারের সময় দুটি মাটিভর্তি অবৈধ ডাম্পার গাড়ী জব্দকালে ক্ষুব্দ হয়ে পাহাড় খেকোরা এ হামলা চালায়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উখিয়ার , জালিয়াপালং ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার মৃত জাগির হোসনের ছেলে জসিম উদ্দিন (৩৫)ও আফাজ উদ্দিন (২৪), কামাল হোসনের ছেলে ছাবের (২০)আবুল কাশেমের ছেলে গিয়াস উদ্দিন (২২)ও জাফর আলমের ছেলে জুনায়েদ (২১)।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মু: শফিউল আলমকে ধারালো দা, কিরিচ দিয়ে শরিরের বিভিন্ন অংশে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে মাটিতে ফেলে দেয়।

খবর পেয়ে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং হামলার সাথে জড়িত পাহাড় খেকোদের আটকে সহযোগিতা করে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে বলে বন বিভাগ বিষয়টি নিশ্চিত করেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মু: শফিউল আলম ঘটনার সত্যতা স্বীকার করেন এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।


আরো খবর: