কক্সবাজারের উখিয়ায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। গত মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন- উখিয়া কুতুপালং ক্যাম্পের ব্লক-বি এর বাসিন্দা নুরুল আমিনের স্ত্রী খালেদা বেগম ও একই ক্যাম্পের ব্লক-এফ এর আবুল কালামের স্ত্রী শুকতারা।
বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি ইকবাল।
তিনি জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প ২-ইস্ট, ব্লক-ই এলাকায় অভিযান চালানো হয়। পরে মাঠ বাজার এলাকা থেকে দুই রোহিঙ্গা নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫ হাজার ৫০০ ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ইয়াবা কারবারের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।