মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঈদগাঁও উপজেলা কমপ্লেক্সের ভূমি অধিগ্রহণের স্থগিতাদেশ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি, ২০২২

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স স্থাপন স্থগিতাদেশ পুনরায় ৬ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ২৪ জানুয়ারী এ স্থগিতাদেশ প্রদান করেন।

জানা যায়, ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স স্থাপনে ঈদগাঁও মৌজাধীন ইসলামাবাদে ভূমি অধিগ্রহণের জন্য স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ২০২১ সালের ২ নভেম্বর আদেশ জারী করা হয়।

এদিকে ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলমসহ ৬ ব্যক্তি ওই আদেশের বিরুদ্ধে গত ৩ জানুয়ারি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

এ প্রেক্ষিতে মহামান্য হাইকোর্ট উক্ত উপজেলা কমপ্লেক্স স্থাপনে ৬ মাসের স্থগিতাদেশ দেন।

এ স্থগিতাদেশের বিরুদ্ধে স্থানীয় সরকার বিভাগ আপীল দায়ের করলে গত ২৪ জানুয়ারী হাইকোর্টের স্থগিতাদেশের কার্যকারিতা ৬ সপ্তাহের জন্য স্থগিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সুপ্রীম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ ওবাইদুল হাসানের একক বেঞ্চে শুনানী শেষে বিজ্ঞ আদালত এ আদেশ প্রদান করেন।

শুনানীতে সরকার পক্ষে অতিরিক্ত এ্যাটর্নী জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ এবং বিবাদী পক্ষে মনজিল মোর্শেদ যুক্তিতর্ক উপস্থাপন করেন।


আরো খবর: