শিরোনাম ::
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঈদগাঁওতে প্রেমিকার পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার প্রেমিক ইউনুছ!

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৭ আগস্ট, ২০২২

কক্সবাজারের কাছের ঈদগাঁও পুলিশের অভিযানে পর্ণোগ্রাফি মামলায় মোহাম্মদ ইউনুছ নামের এক আসামী গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃত আসামী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের ফকির মোহাম্মদের ছেলে।

২৫ আগস্ট (বৃহস্পতিবার) বিকালে পার্শ্ববর্তী রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, বেশ কিছুদিন পূর্বে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস পাড়ার এক বিবাহিত মহিলার (পরিচয় গোপন রাখা হল) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে গ্রেফতার হওয়া ওই যুবকের। সম্পর্ক চলাকালে বিভিন্ন সময়ে ওই প্রেমিক যুবক প্রেমিকা মহিলার অসংখ্য ছবি ও ভিডিও ধারণ করে রাখে। সম্প্রতি সম্পর্কের অবনতি হলে প্রেমিক মোহাম্মদ ইউনুছ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেয়।

এসব ঘটনা প্রেমিকা জানলে ২৫ আগস্ট ঈদগাঁও থানায় প্রেমিককে আসামি করে পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। যার মামলা নাম্বার ১১।

মামলা পরবর্তী ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল হালিমের নেতৃত্বে এসআই কাজী গোলাম মহিউদ্দীনের সমন্বয়ে পুলিশ দল অভিযান চালিয়ে ওই দিন (বৃহস্পতিবার) বিকালেই আসামীর নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

ওসি মোঃ আবদুল হালিম পর্নোগ্রাফি মামলায় আসামী গ্রেফতার ও ধৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন। এই সংবাদে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।


আরো খবর: