সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঈদকে কেন্দ্র করে পাচারকালে ঈদগাঁওতে এক কেজি আইসসহ মাদক কারবারী আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

ঈদগাঁওতে নাপিতখালি এলাকা থেকে এক কোটি টাকা মূল্যমানের এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধারসহ একজন মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতের নাম মোঃ তারেক (২৮)। সে মধ্য নাপিতখালী এলাকার সৈয়দ নুর ও রাজিয়া খাতুনের ছেলে।

র‌্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গত ০৩ এপ্রিল রাতে নাপিতখালি এলাকায় এই অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী মোঃ তারেক একটি শপিং ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। তাকে তাৎক্ষণিক আটক করা হয়।

পরে তল্লাশী করে তার হেফাজত থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। বাজার মূল্যে উদ্ধারকৃত আইসের দাম প্রায় এক কোটি টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ তারেক জানায়, সে টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে ক্রিস্টাল মেথ সংগ্রহ করে। সে এসব মাদক খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতো। আসন্ন ঈদকে কেন্দ্র করে সে জেলার বিভিন্ন এলাকার তরুণদের মধ্যে আইস সরবরাহ করার পরিকল্পনা করেছিল।

উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মোঃ তারেকের বিরুদ্ধে ঈদগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব ১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।


আরো খবর: