শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
রবিবার, ১১ মে ২০২৫, ১২:০৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইসরায়েলে অস্ত্র সরবরাহে অনুমোদন দিলো মার্কিন প্রতিনিধি পরিষদ

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৯ মে, ২০২৪
ইসরায়েলে অস্ত্র সরবরাহে অনুমোদন দিলো মার্কিন প্রতিনিধি পরিষদ


ওয়াশিংটন, ১৭ মে – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ইসরায়েলে অস্ত্র সরবরাহের জন্য বাধ্য করবে এমন একটি বিল পাস করেছে রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকা মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।

বৃহস্পতিবার (১৬ মে) বিলটি পাস হওয়ার সময় প্রেসিডেন্ট বাইডেনকে তিরস্কারও করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিনিধি পরিষদে দ্য ইসরায়েল সিকিউরিটি অ্যাসিস্টেন্স সাপোর্ট অ্যাক্ট নামের বিলটির পক্ষে ভোট দেন ২২৪ জন। এর বিপক্ষে ছিল ১৮৭ জন। ইসরায়েলকে অস্ত্র দেয়ার পক্ষে রিপাবলিকান জনপ্রতিনিধির পাশাপাশি ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টির ১৬ জন জনপ্রতিনিধিও ছিলেন।

এই বিলটি শেষ পর্যন্ত আইনে পরিণত হবে এমন সম্ভাবনা কম। কারণ এই আইনে পরিণত হতে হলে বিলটি মার্কিন সিনেটে পাস হতে হবে। যেখানে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।

রিপাবলিকানদের অভিযোগ, ফিলিস্তিনের পক্ষে ব্যাপক আন্দোলনের মুখে বাইডেন ইসরায়েলকে সহায়তা বন্ধ করেছেন।

পার্লামেন্ট ভোটের পর প্রতিনিধি পরিষদের রিপাবলিকান জনপ্রতিনিধি এবং পরিষদের স্পিকার মাইক জনসন এক সংবাদ সম্মেলনে বাইডেনের নাম উল্লেখ করে বলেন,

ইসরায়েলে অস্ত্রের চালান পাঠানো স্থগিতের যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, তা ভয়ঙ্কর এবং এর পরিণতি হবে সুদূরপ্রসারী। কেউ একজন নিজের রাজনৈতিক ফায়দার জন্য মার্কিন নীতি নিয়ে ছিনিমিনি খেলবে-তা আমরা কখনও বরদাস্ত করব না।

চলতি মাসের শুরুতে গাজার রাফায় হামলা চালানো নিয়ে মতবিরোধ থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলে বোমার চালান আটকে দেয়। একইসঙ্গে ইসরায়েলে অস্ত্রের চালান আটকে দেয়ার হুমকি দেন বাইডেন। যদিও গত ১৪ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়, ইসরায়েলকে আরো ১০০ কোটি ডলারের অস্ত্র দিতে চায় মার্কিন সরকার।

সূত্র: ডেইলি-বাংলাদেশ
আইএ/ ১৭ মে ২০২৪





আরো খবর: