শিরোনাম ::
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইসরাইল কর্তৃক গাজার প্রধানমন্ত্রীকে হত্যায় জামায়াতের নিন্দা

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৪ মার্চ, ২০২৫




ঢাকা, ২৪ মার্চ – গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে গতকাল রবিবার রাতে নির্মমভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আজ সোমবার জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘হামাসের নিযুক্ত গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে গত ২৩ মার্চ রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলিরা নির্মমভাবে হামলা চালিয়ে হত্যা করার নৃশংস ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গত ১৮ মার্চ গাজায় নিযুক্ত হামাসের প্রধানমন্ত্রী ইশাম দা লিসকে হত্যা করার এক সপ্তাহ যেতে না যেতেই গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমকে হাসপাতালে হামলা চালিয়ে ইসরায়েলি দস্যু বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। এ নৃশংস ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলিদের মানবতাবিরোধী গণহত্যাকারী চরিত্রই বিশ্ববাসীর কাছে অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুমের হত্যার ঘটনার দ্বারা বিশ্ববাসীর কাছে অত্যন্ত স্পষ্ট হয়ে গেল যে ইসরায়েলি দস্যুবাহিনী আন্তর্জাতিক আইনকানুনের কোনো তোয়াক্কা করে না। তারা ফিলিস্তিনের মুসলমানদের গণহত্যা চালিয়ে নিশ্চিহ্ন করার ব্যাপারে বদ্ধ পরিকর।’

ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করার জন্য ইসরায়েলিদের গণহত্যার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে জাতিসংঘ এবং ওআইসিসহ শান্তিকামী বিশ্ব ও মুসলিম উম্মাহর প্রতি উদাত্ত আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।



আরো খবর: