শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইথিওপিয়ায় নৌকাডুবিতে ১২ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
ইথিওপিয়ায় নৌকাডুবিতে ১২ জনের মৃত্যু


আদ্দিস আবাবা, ২৯ জুলাই – পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় নৌকাডুবির ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার পথে আকস্মিক বন্যায় ফুঁসে ওঠা নদীতে নৌকা ডুবে যাওয়ার পর প্রাণ হারান তারা।

রোববার (২৮ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, আমহারা অঞ্চলে নৌকাডুবির ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে বলে উত্তর ইথিওপিয়া থেকে পাওয়া খবরে বলা হয়েছে। কাঠের তৈরি ওই নৌকাটি ইরিত্রিয়ার সাথে ইথিওপিয়ার সীমান্ত বরাবর বয়ে চলা টেকেজ নদীর ওপারে একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় নিয়ে যাচ্ছিল যাত্রীদের।

আকস্মিক বন্যার কবলে পড়ে শনিবার নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার সময় নৌকাটিতে ২৬ জন ছিলেন বলে ধারণা করা হচ্ছে। বেঁচে যাওয়াদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে আমহারা মিডিয়া কর্পোরেশন (এএমসি) জানিয়েছে। তাদের মধ্যে ‘গুরুতর আহত’ এক শিশুও রয়েছে।

অবশ্য যারা মারা গেছে তাদের সবার মৃতদেহ পানি থেকে উদ্ধার করা হয়েছে কিনা তা রোববার পর্যন্ত স্পষ্ট হয়নি।

টেকেজ নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ গত মাসে শেষ হওয়ার কথা থাকলেও তা বিলম্বিত হয়েছে বলে একজন স্থানীয় কর্মকর্তা এএমসিকে জানিয়েছেন।

উল্লেখ্য, উত্তর ইথিওপিয়াতে গণমাধ্যমের প্রবেশাধিকার কর্তৃপক্ষের বিধিনিষেধের কারণে ব্যাপকভাবে সীমাবদ্ধ। এই অঞ্চলে সেনাবাহিনী এবং ফানো নামে পরিচিত জাতিগত আমহারা মিলিশিয়াদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘর্ষ দেখা গেছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৯ জুলাই ২০২৪





আরো খবর: