গাজীপুর, ১০ ফেব্রুয়ারি – গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন বাদ আসর ১৪ জোড়া বর-কনের বিয়ে সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেল সোয়া ৫টায় মাশোয়ারার কামড়ায় তাদের বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব আজ বিকেলে মাশোয়ারার কামড়ায় ১৪ জোড়া বর-কনের বিয়ে পড়িয়েছেন। বিয়ের পর উপস্থিত মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়।
টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের এ বার্ষিক সম্মিলন গত বছরের মতই দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি ইজতেমার প্রথম পর্ব এবং চার দিন বিরতি দিয়ে ৯, ১০ ও আগামীকাল রোববার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে তাবলীগের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের এই পর্ব ও এবারের ইজতেমা শেষ হবে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১০ ফেব্রুয়ারি ২০২৪
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ইজতেমায় দ্বিতীয় পর্বে ১৪ যুগলের যৌতুকবিহীন বিয়ে first appeared on DesheBideshe.