সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:২৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হলে যে নিশ্চয়তা চান জেলেনস্কি

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৩০ জুন, ২০২৩


কিয়েভ, ৩০ জুন – ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষে ন্যাটোতে কিয়েভ যোগ দিতে পারবে এমন নিশ্চয়তা চান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, যুদ্ধের সময় ইউক্রেন যে ন্যাটোতে যোগ দিতে পারবে না, সেটি তিনি ভালো করেই বোঝেন।খবর বিবিসির।

আগামী মাসে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘জোটে যোগ দেওয়ার আগে অন্তর্বর্তী সময়ে একটি নিশ্চয়তা চায় কিয়েভ।’

ন্যাটোতে যোগদানে ইউক্রেনীয় কর্মকর্তারা জোর চেষ্টা চালালেও, এটির বর্তমান সদস্য রাষ্ট্রগুলোর ভেটোতে ভেস্তে যেতে পারে ইউক্রেনের স্বপ্ন।

এদিকে পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বলেছেন, ন্যাটো সদস্য পোল্যান্ড এবং লিথুয়ানা যত তাড়াতাড়ি সম্ভব ইউক্রেনকে জোটে ভেড়াতে যথাসাধ্য চেষ্টা করবে।

আগামী মাসে লিথুয়ানিয়ায় ন্যাটো সদস্যদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সূত্র: যুগান্তর
আইএ/ ৩০ জুন ২০২৩


আরো খবর: