শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৭:০৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
ইউক্রেনে মাইন বিস্ফোরণে রুশ জেনারেল নিহত


কিয়েভ, ০১ ডিসেম্বর – ইউক্রেনে নিজেদের পোঁতা মাইন বিস্ফোরণে রাশিয়ার সামরিক বাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ক্রেমলিনের একাধিক সূত্র। নিহত রুশ সেনা কর্মকর্তার নাম মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কি (৪৫)। তিনি রাশিয়ার সামরিক বাহিনীর ১৪তম সেনা কোরের ডেপুটি কমান্ডার ছিলেন।

শুক্রবার এক প্রতিবেদনে ওই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মেজর জেনারেল জাভাদস্কি গত বুধবার বিকেলে নিহত হন। ঘটনাটি কোথায় ঘটেছে তা স্পষ্ট নয়, তবে ধারণা করা হচ্ছে তার ইউনিট সেই সময় ইউক্রেনের খেরসন অঞ্চলে ছিল। নিজের বর্তমান ওই পোস্টিংয়ের আগে, জেনারেল জাভাদস্কি মস্কোর বাইরে অবস্থিত অভিজাত কান্তেমিরভস্কি ট্যাংক বিভাগের কমান্ডার ছিলেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে কমপক্ষে ছয়জন রাশিয়ান জেনারেল নিহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়।

এদিকে মেজর জেনারেল ভ্লাদিমির জাভাদস্কির নিহত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করেনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ওই ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা নিয়ে পরস্পরবিরোধী তথ্য রয়েছে।

এর আগে বেশ কয়েক দফায় সিনিয়র সেনা কর্মকর্তাদের মৃত্যুর বিষয়ে তাদের ঘনিষ্ঠ আত্মীয়রা প্রকাশ্যে কথা বলার পরেও রাশিয়ার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে সে বিষয়েও কোনো মন্তব্য করা হয়নি।

সম্প্রতি লেফটেন্যান্ট জেনারেল ওলেগ সোকভ ইউক্রেনের অধিকৃত দক্ষিণ উপকূলে বার্দিয়ানস্কে রুশ সামরিক কমান্ডারদের থাকার হোটেলে হামলার ঘটনায় নিহত হন।

অবশ্য ইউক্রেনীয় সূত্রগুলোর দাবি, রাশিয়ান জেনারেলদের আরও সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাদের মধ্যে অন্তত তিনজন এখনও জীবিত রয়েছেন বলে ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে।

এদিকে শীতকালেও ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো গুলোতে আক্রমণ অব্যাহত রেখেছে রাশিয়া। এতে বিদুৎ বিচ্ছিন্নতাসহ বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে ইউক্রেনীয়রা।

মার্কিন জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, শীতকালে রাশিয়ার আক্রমণ মোকাবিলায় কিয়েভকে প্রতিরক্ষামূলক সুরক্ষা সরঞ্জাম প্রদান করছে ওয়াশিংটন। সেইসাথে উচ্চ ভোল্টেজ অটো ট্রান্সফরমার, গ্যাস জেনারেটর এবং মোবাইল অফ গ্রিড সরঞ্জাম সরবরাহ করছে যাতে বাসিন্দাদের তাপ এবং বিদ্যুতের সরবরাহ অব্যাহত থাকে।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০১ ডিসেম্বর ২০২৩





আরো খবর: