মস্কো, ২৪ জুলাই – রাশিয়ার চালানো হামলায় ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় অন্তত দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অনেকে।
কৃষ্ণসাগর হয়ে ইউক্রেনের খাদ্যশস্য রফতানি চুক্তি বাতিলের পর আবারো হামলা জোরদার করেছে রাশিয়া। রুশ সেনাদের বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ার ঘোষণা দিয়েছে ইউক্রেন।
তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, ইউক্রেনের পাল্টা প্রতিরোধ পুরোপুরি ব্যর্থ।
বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে বৈঠক করেছেন পুতিন। এসময় লুকাশেঙ্কো বলেন, ‘সেখানে কোনো পাল্টা প্রতিরোধ নেই।’ জবাবে পুতিন বলেন, ‘একটা (প্রতিরোধ) ছিল কিন্তু ব্যর্থ হয়েছে।’
বর্তমানে ওয়াগনার বাহিনীর সদস্যরা তার দেশে আছে বলেও নিশ্চিত করেছেন লুকাশেঙ্কো।
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২৪ জুলাই ২০২৩