কক্সবাজার শহরের আবাসিক হোটেল সানমুনের একটি কক্ষে হাত বেঁধে ছুরিকাঘাত করে আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিনকে হত্যাকারি সেই সাদা পাঞ্জাবি পরিহিত ও মুখে মাস্ক দেয়া যুবক আশরাফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে হোয়াইক্যং পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। রাতে যানবাহনে তল্লাশিকালে তাকে আটক করা হয়।
তাকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান।
গ্রেফতারের পর একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, আশরাফুল ইসলাম একটি চেয়ারে বসে আছে। তাকে কেউ জিজ্ঞেস করছেন- কখন হত্যা করেছে! তখন সে জবাব দেয়- সন্ধ্যার পর হত্যা করেছে।
ধৃত আশরাফুল ইসলাম কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলীর ইসলামপুর এলাকার মো. হাশেম ওরফে কাসেম মাঝির ছেলে। সে পাহাড়তলীর ওয়ামী একাডেমীর ছাত্র।
গত রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে সাদা পাঞ্জাবি পরিহিত এবং মুখে মাস্ক দেয়া এক যুবককে সাথে নিয়ে আওয়ামী লীগ নেতা সাইফ উদ্দিন কক্সবাজার শহরের হলিডে মোড়ের আবাসিক হোটেল সানমুনে যান। সেই যুবক রাত ৮টা ১০ মিনিটের পর ওই কক্ষ ত্যাগ করে একাই চলে যান।
হোটেলটির সিসিটিভি ফুটেজে ধরা পড়া এই দৃশ্যের যুবককে শনাক্ত করে জোর তৎপরতা শুরু করে পুলিশ। পরে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।
তবে হত্যার ঘটনা নিয়ে দিনভর নিহত সাইফ উদ্দিনের কথিত শ্যালক নয়নকে নিয়ে আলোচনা চললেও সন্ধ্যার পর থেকে নতুন আলোচনায় আসে কক্সবাজার শহরের দক্ষিণ পাহাড়তলির ইসলামপুর এলাকার আশরাফুল ইসলামের নাম।