শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের মুখে কিসের দাগ? ব্যাখ্যা দিল হোয়াইট হাউস

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের মুখে কিসের দাগ? ব্যাখ্যা দিল হোয়াইট হাউস


ওয়াশিংটন, ৩০ জুন – মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখে দাগ নিয়ে নানা রকম জল্পনা ছড়িয়ে পড়েছিল। সম্প্রতি তেমন দাগ লক্ষ করেননি কেউ। অবশেষে ‘রহস্যময়’ সেই দাগের ব্যাখ্যা দিল হোয়াইট হাউস।

বাইডেনের সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্টের মুখে ওই দাগ হয়েছিল ঠিকই। তবে এ নিয়ে চিন্তার কোনও কারণ নেই।

সম্প্রতি বাইডেনের দুই গালে একটা অদ্ভুত ছাপ লক্ষ করেন সাংবাদিকরা। বুধবার সকালে শিকাগোর উদ্দেশে উড়ে যাওয়ার আগে হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছিলেন বাইডেন। সে সময়ই তার গালে ওই দাগ দেখা যায়। কেউ কেউ দাবি করেন, বাইডেনের গালে ওই দাগ তারা আগেও দেখেছেন।
বুধবারই প্রেসিডেন্টের সহকারী প্রেস সচিব অ্যান্ড্রু বেটস জানান, ‘স্লিপ অ্যাপনিয়া’য় আক্রান্ত বাইডেন। এই রোগে ঘুমন্ত অবস্থায় মানুষের শ্বাসপ্রশ্বাস অনিয়মিত হয়ে যায়। নাক ডাকারও সমস্যা দেখা যায় কারও কারও ক্ষেত্রে।

হোয়াইট হাউস জানিয়েছে, ২০০৮ সাল থেকেই এই রোগে আক্রান্ত বাইডেন। এই রোগ নিরাময়ের কারণেই সিপ্যাপ নামক এক যন্ত্রের সাহায্য নেন মার্কিন প্রেসিডেন্ট। এক্ষেত্রে দু’টি ফিতার সাহায্যে একটি মাস্ক রোগীর মুখে পরিয়ে দেওয়া হয়। হোয়াইট হাউসের সহকারী প্রেস সচিব জানিয়েছেন, ওই ফিতার কারণেই গালে দাগ হয়ে যায় বাইডেনের।

উল্লেখ্য, বাইডেন আমেরিকার ইতিহাসে প্রবীণতম প্রেসিডেন্ট। ২০২০ সালে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারানো প্রবীণ এই ডেমোক্র্যাট রাজনীতিক ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন।

সূত্র:বিডি প্রতিদিন
আইএ/ ৩০ জুন ২০২৩

 





আরো খবর: