শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আমি পবিত্র, পুরুষরা আমাকে স্পর্শ করবেন না

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
আমি পবিত্র, পুরুষরা আমাকে স্পর্শ করবেন না


মুম্বাই, ০৪ সেপ্টেম্বর – বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। সৌদি আরব থেকে ‍মুম্বাই এয়ারপোর্টে নেমেই পাপারাজ্জিদের উদ্দেশে রাখি বলেন— ‘আমাকে রাখী নয়, ফাতিমা বলে ডাকুন।’

সম্প্রতি এক অনুষ্ঠানে লাল রঙের বোরখা আর হিজাব পরে হাজির হন রাখি। সেখানে পুরস্কারে ভূষিত করা হয় তাকে। ইভেন্ট থেকে ফেরার পথে হঠাৎ মেজাজ হারান তিনি। কারণ এসময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছিলেন। আর ভক্তরা তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। ঠিক তখন রেগে গিয়ে রাখি বলেন, ‘আমি মক্কা-মদিনা ঘুরে এসেছি; দূরে থাকুন। আমি পবিত্র, পুরুষরা আমাকে স্পর্শ করবেন না। প্লিজ।’

এ মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এ ভিডিওর শেষে আরবের শেখদের স্ত্রীর সঙ্গে নিজের তুলনা করেন রাখি। আর তা দেখে হাসি থামছে না নেটিজেনদের। একজন লেখেন, ‘বিশ্বের সবচেয়ে বড় ড্রামাবাজ মহিলা।’ আরেকজন লেখেন, ‘এই মহিলার নাটকের শেষ নেই।’

রাখি স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, জানিয়েছিলেন হানিমুনে গিয়ে তার নগ্ন ভিডিও শুটিং করে মোটা অংকে বিক্রি করেছেন আদিল। এবার হঠাৎ করেই নতুন সুরে কথা বললেন রাখি।

উল্লেখ্য, বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গহনা চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক মাস কারাবাসের পর সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েছেন আদিল।

আদিল জেল থেকে বের হয়েই রাখিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন । তার মতে, রাখির জরায়ু কেটে ফেলা হয়েছে। সুতরাং সে কখনো মা হতে পারবে না। এমন মন্তব্য করার পর চিকিৎসকের শরণাপন্ন হয়ে রাখি প্রমাণ করেন, আদিল মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। এরপর রাখি দাবি করেন, আমার নগ্ন ভিডিও দুবাইয়ে ৬২ লাখ টাকায় বিক্রি করেছে আদিল।

গত বছর আদিল ডুরানির সঙ্গে পরিচয় হয় রাখির। সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি; নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। রাখির দায়ের করা মামলায়ই জেলে ছিলেন আদিল। জেল থাকা অবস্থায় আদিলকে ডিভোর্স দেন রাখি।

আইএ/ ০৪ সেপ্টেম্বর ২০২৩





আরো খবর: