রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আমাদের সামনে এখন দুটি পথ আছে

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩


জগন্নাথপুর, ১৮ ডিসেম্বর – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘উন্নয়নের কথা বলে শেষ হবে না। দেশে অনেক উন্নয়ন হয়েছে। আমাদের সামনে এখন দুটি পথ আছে। উন্নয়নের পথ অথবা বিবাদের পথ, অশান্তির পথ। উন্নয়নের দিকে গেলে, দেশে যেসব উন্নয়ন হয়েছে তা আরও প্রসারিত হবে। আর বিবাদের পথে গেলে গোটা দেশ ধ্বংস হয়ে যাবে।’

আজ সোমবার প্রতীক বরাদ্দ পেয়ে বেলা ৩টায় জগন্নাথপুর উপজেলায় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্‌যাপন পরিষদের যৌথ আয়োজনে উপজেলার কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পরিকেল্পনামন্ত্রী বলেন, ‘এই বাংলাদেশ; নাম ছিল তলাবিহীন ঝুড়ি। বিশ্বের মধ্যে দরিদ্র বলে এক ধরনের অপমান ছিল। সেই বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পর ২০১৬ সালের মধ্যে পাকিস্তানকে হাজার হাজার মাইল পেছনে ফেলেছেন। বর্তমানে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। আর এই ধারাকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।’

জগন্নাথপুর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রণয় সূত্রধরের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সদস্য কল্যাণ কান্তি রায় সানির পরিচালনায় এ সভায় আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাহাদাত মান্নান অভি, উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অমিত দেব প্রমুখ।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৮ ডিসেম্বর ২০২৩


আরো খবর: