বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আমরা ষড়যন্ত্র, ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪


ব্রাহ্মণবাড়িয়া, ২৯ নভেম্বর – বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমরা ষড়যন্ত্র দেখতে চাই না, আরেকবার ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে চাই না। আমরা চাই না কোনো দুষ্কৃতকারী আবারও বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসার চেষ্টা করুক।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা স্কুল মাঠে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমাদের নেতা বিএনপির তারেক রহমান বলেছেন, এ সরকার আমাদের সরকার। এ সরকারকে কোনভাবেই ব্যর্থ হওয়া যাবে না। আমরা আশা করবো এ সরকার গণমানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে।

তিনি বলেন, আমরা মাত্র দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। অনেক রক্ত, অনেক লাশ, অনেক গুম হয়ে যাওয়া ভাই, অনেক হারিয়ে যাওয়া মায়ের সন্তানের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি।

বিএনপির এ নেত্রী বলেন, এমন কোনো দিন নাই আমাদের বাড়িতে পুলিশের তল্লাশি আর হামলা হয়নি। এমন কোনো দিন নাই আমরা এলাকায় ঘুমাতে পারছি বা থাকছি। কিন্তু সব জুলুমের শেষ আছে। আওয়ামী লীগ মনে করেছি যতদিন তারা বেঁচে থাকবে ততদিন তারা ক্ষমতায় থাকবে। দেশের মানুষ তাদের জবাব দিয়ে দিয়েছে। মানুষের সমর্থন ও ভালবাসা থাকে তাহলে নেতা হওয়া যায়। তাহলে রাজনীতি করা যায়।



আরো খবর: