শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আফগানিস্তানে মেয়েদের রূপচর্চা কেন্দ্র বন্ধের নির্দেশ

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
আফগানিস্তানে মেয়েদের রূপচর্চা কেন্দ্র বন্ধের নির্দেশ


কাবুল, ০৪ জুলাই – আফগানিস্তানের রাজধানী কাবুলসহ অন্যান্য প্রদেশে বিউটি পার্লার বা মেয়েদের রূপচর্চা কেন্দ্র বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। এ বিষয়ে একটি মৌখিক ডিক্রি জারি করা হয়েছে বলে জানিয়েছেন তালেবানের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাজহার।

সোমবার (৩ জুলাই) স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজকে আকিফ মাজহার বলেন, নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় কাবুল মিউনিসিপ্যালকে নতুন ডিক্রি কার্যকর ও নারীদের রূপচর্চা কেন্দ্রের লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছে।

মেয়েদের স্কুল, বিশ্ববিদ্যালয় ও বেসরকারি সংস্থায় কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার পর এখন রূপচর্চা কেন্দ্রগুলোও বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলো তালেবান। মার্কিন সেনাবাহিনীকে হটিয়ে পুনরায় ক্ষমতা দখলের পরই রূপচর্চাকেন্দ্রগুলোর সামনে থাকা ছবিগুলো মুছে ফেলা শুরু করেছিল তারা।

তালেবান সরকারের নতুন এ নির্দেশনা জারির পর এ নিয়ে তোলো নিউজের কাছে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বেশ কয়েকজন। তাদের একজন, মেকাপ আর্টিস্ট রাইহান মুবারিজ।

তিনি বলেন, পুরুষদের চাকরি নেই। যখন পুরুষরা পরিবারের দায়িত্ব নিতে পারছে না, তখন নারীরা এসব রূপচর্চা কেন্দ্রে বাধ্য হয়ে কাজ করছে। শুধুমাত্র এক টুকরো রুটির জন্য তাদের এ সংগ্রাম। এখন এখানেও যদি নিষিধাজ্ঞা দেওয়া হয়, তাহলে আর কী করার আছে?

অপর এক মেকাপ আর্টিস্ট বলেন, যদি পুরুষদের পর্যাপ্ত কাজ থাকতো, তাহলে আমরা ঘর থেকে বের হতাম না। আমরা কী করবো? না খেয়ে মরে যাব? আসলে আপনারা চান আমরা মরে যাই।

আব্দুল খবির নামে কাবুলের এক বাসিন্দা বলেন, এসব প্রতিষ্ঠান একেবারে বন্ধ করে না দিয়ে, সরকারের উচিৎ একটি কাঠামো বা নীতিমালা তৈরি করা। এমন নীতিমালা তৈরি করতে হবে, যাতে ইসলাম কিংবা দেশ কোনোটিই ক্ষতিগ্রস্ত হবে না।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৪ জুলাই ২০২৩





আরো খবর: