মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আদানি ইস্যুতে পার্লামেন্টে তুমুল হট্টগোল

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪


নয়াদিল্লি, ২৫ নভেম্বর – ভারতীয় ধনকুবের গৌতম আদানির ঘুষকাণ্ডে দেশটির পার্লামেন্ট হট্টগোল হয়েছে।আজ সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনই এই ইস্যুতে অধিবেশন মূলতবি ঘোষণা করা হয়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে ঘুষকাণ্ডে আদানি গোষ্ঠীর নাম জড়িয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, সৌরবিদ্যুৎ সরবরাহের বরাদ্দ পেতে ভারতীয় কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিয়েছেন আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গৌতম আদানি-সহ কয়েকজন। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা দায়ের হয়েছে। জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা ।

বিষয়টি নিয়ে সোমবার ভারতের পার্লামেন্ট অধিবেশনে আলোচনা চায় বিরোধীরা। কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলগুলো আদানি-ইস্যুতে এই আলোচনা দাবি করে। কিন্তু হট্টগোলের জেরে দুপুর ১২টা পর্যন্ত দুই কক্ষেই অধিবেশন মূলতবি হয় ৷ দুপুরের দিকে নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভার অধিবেশন ফের শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আদানি ইস্যুর পাশাপাশি উত্তরপ্রদেশে সহিংসতার ঘটনা নিয়ে আবারও বিরোধীরা হট্টগোল শুরু করলে অধিবেশন বুধবার পর্যন্ত মূলতবি করা হয়।

সূত্র: আমাদের সময়
আইএ/ ২৫ নভেম্বর ২০২৪



আরো খবর: