ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ব্যক্তিজীবনে বেশ হাস্যজ্বল ও আড্ডাসূলভ ছিলেন ছোট পর্দার অভিনেতা শাহবাজ সানী। আর সাধারণ দিনের মতো রোববার রাতেও সহশিল্পীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন চায়ের দোকানে। কিন্তু তার ঘণ্টা কয়েক পরেই নিয়তি অন্যকিছু বলতে যাচ্ছে, তা বোধহয় চিন্তাও করেননি তার সঙ্গীরা।
রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে না ফেরার দেশে পাড়ি জমান শাহবাজ সানী। এর আগে রাত ১১টার দিকে বন্ধুদের নিয়ে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন এই উঠতি তারকা। সেখানেই হঠাৎ করে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়া হলে সানীকে মৃত ঘোষণা করা হয়। জানানো হয়, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে সানীর।
সম্প্রতি গণমাধ্যমকে এই তথ্য জানান নির্মাতা ইমরাউল রাফাত। সানীর মৃত্যুর সময় পাশে থেকে পুরোটাই প্রত্যক্ষ করেছেন তিনি।
ইমরাউল রাফাত বলেন, ‘বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝেই অসুস্থ হয়ে পড়েন সানী। আমি দেড়টার দিকে খবর পেয়ে হাসপাতালে পৌঁছাই। কর্তব্যরত চিকিৎসকেরা চেষ্টা করেছেন। কিন্তু সানীকে আর ফেরানো গেল না।’
এদিকে এক ফেসবুক পোস্টে ইমরাউল রাফাত লিখেছেন, ‘শাহবাজ সানীকে স্ট্রাগলার (লড়াকু) অভিনেতা হিসেবে অভিহিত করে কেউ কিছু লিখবেন না। অভিনেতা হিসেবে সে তার জাত অনেক আগেই প্রমাণ করেছে। সে এসেছেও রাজার মতো, বিদায়ও নিয়েছে রাজার মতো। সে সবার ভালোবাসা নিয়ে গেছে।’
সানীর এই ক্যারিয়ারের শুরুটা হয়েছে পরিচালক ও নির্মাতা ইমরাউল রাফাতের হাত ধরে। তার ‘কাছে আসার পর’ নাটক দিয়ে শোবিজে পা রাখেন শাহবাজ সানী। এরপর ছোট পর্দার নিয়মিত মুখ হয়ে উঠেছিলেন সদ্য প্রয়াত এই অভিনেতা।
উল্লেখ্য, চরিত্রাভিনেতা হিসেবে শুরু করলেও কেন্দ্রীয় চরিত্রেও দেখা গেছে সানীকে। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় প্রথমবার ‘আবদুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে আরও রয়েছে ‘ম্যাচ মেকার’, ‘আহারে মন’, ‘তুমি আছো হৃদয়ে’, ‘আনারকলি’।
আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৫
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আড্ডা দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান সানী first appeared on DesheBideshe.