আজ পবিত্র হজ। ‘লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক’ ধ্বনীতে মুখরিত গোটা আরাফাত ময়দান। বৃহস্পতিবার (৭ জুলাই) এশার নামাজ শেষে তাবুর নগরী মিনা থেকে হেটে বা যানবাহনে চড়ে আরাফাতের উদ্দেশে রওনা হন মুসল্লিরা। এই ময়দানে একসাথে জুমা ও আসরের নামাজ আদায় করতে হবে।
এর আগে মসজিদে নামিরা থেকে হবে খুৎবা। এ বছর খুৎবা দেবেন দেশটির সাবেক বিচারমন্ত্রী শায়খ ড. মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা। যা বাংলাসহ অনূদিত হবে ১৪টি ভাষায়। মুজদালিফায় রাত্রী যাপনের পর ১০ জিলহজ সকালে আবার মিনায় ফিরবেন হাজিরা। পরে জামারায় শয়তানের উদ্দেশে পাথর নিক্ষেপ করবেন। এদিন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করা হবে। সবশেষ কাবা শরিফে বিদায়ী তাওয়াফের মধ্যে দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।