বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আছাদুজ্জামান মিয়াকে নেয়া হলো আদালতে

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
আছাদুজ্জামান মিয়াকে নেয়া হলো আদালতে


ঢাকা, ১২ সেপ্টেম্বর – হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয়েছে। তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে আদালতে তোলা হয়েছে ডিএমপির সাবেক এই কমিশনারকে।

এর আগে বুধবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর মহাখালী থেকে আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)।

র‍্যাব সূত্র জানিয়েছে, রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৫ সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ‘ক্রসফায়ারের নামে হত্যার’ অভিযোগে ডিএমপির তৎকালীন কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বর্তমান ও সাবেক ১৩ পুলিশ কর্মকর্তাকে আসামি করে গত ৩ সেপ্টেম্বর খিলগাঁও থানায় মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী।

সূত্র: সমকাল
আইএ/ ১২ সেপ্টেম্বর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::আছাদুজ্জামান মিয়াকে নেয়া হলো আদালতে first appeared on DesheBideshe.



আরো খবর: