শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আচরণবিধি লঙ্ঘন: কক্সবাজারের এমপি কমলকে শোকজ

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কক্সবাজার-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাইমুম সরওয়ার কমলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, শুক্রবার সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে সাইমুম সরওয়ার কমলের বিপুল সংখ্যক সমর্থক মানববন্ধন কর্মসূচির নামে এক স্বতন্ত্র প্রার্থীর উদ্দেশে নানা উসকানিমূলক শ্লোগান দেন এবং হৈ-হোল্লোড় করে।

“এ সময় স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মিজান সাঈদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলছিল। পরে পুলিশ এসে মানববন্ধনকারীদের অন্যত্র সরিয়ে দেয়।

এমন আচরণের ব্যাখ্যা চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা শাহীন ইমরান।

এদিন যাচাই-বাছাই করে স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদের মনোনয়নপত্র শতকরা এক শতাংশের ভোটারের স্বাক্ষরের গরমিলের কারণে বাতিল ঘোষণা করা হয়েছে।

মিজান সাঈদ বলেন, ৩০ নভেম্বর একজন প্রার্থীর সমর্থকদের বাধার কারণে তিনি যথাসময়ে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। পরে উচ্চ আদালতের নির্দেশনা নিয়ে ১১ ডিসেম্বর তিনি মনোনয়ন দাখিল করেন। শুক্রবার মনোনয়নপত্র বাছাই করে তাকে বাতিল ঘোষণা করা হয়।

এ ব্যাপারে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানান তিনি।


আরো খবর: