মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আগামীকাল খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন স্থায়ী কমিটির সদস্যরা

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫


ঢাকা, ০৪ জানুয়ারি – বিদেশে যাওয়ার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।

রোববার (৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি লন্ডন যেতে পারেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বড় কোনো ব্যত্যয় না হলে দলটির বিভিন্ন পর্যায় থেকে এ তারিখটিই চূড়ান্ত বলে জানা গেছে। সব কিছু ঠিক থাকলে ওইদিন রাত ১০টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে কালবেলাকে বলেন, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া আগামী ৭ জানুয়ারি লন্ডনে যেতে পারেন। এখন পর্যন্ত এটা ঠিক আছে, সেভাবে কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে ওইদিন রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন। এয়ার অ্যাম্বুলেন্সের রি-ফুয়েলিংয়ের জন্য দোহাতে থামতে হতে পারে। পরদিন ভোরে বা সকালে লন্ডন পৌঁছে সেখান থেকে সোজা হাসপাতালে যাবেন তিনি।

সূত্র: কালবেলা
আইএ/ ০৪ জানুয়ারি ২০২৪



আরো খবর: