শিরোনাম ::
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

আইনজীবীদের সঙ্গে বৈঠকে ট্রাম্প, দোষ স্বীকার না করার সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
আইনজীবীদের সঙ্গে বৈঠকে ট্রাম্প, দোষ স্বীকার না করার সিদ্ধান্ত


ওয়াশিংটন, ০৪ এপ্রিল – নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে আইনজীবীদের সঙ্গে পরামর্শ সভা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মঙ্গলবারই আদালতের মুখোমুখি হতে হবে তাকে। এই ঐতিহাসিক ঘটনাকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন সাবেক এই প্রেসিডেন্ট। ধারণা করা হচ্ছে, আদালতের কাছে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করবেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২০১৬ সালে এক পর্ন তারকাকে অর্থ ঘুষ দেয়ার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। তাদের মধ্যেকার শারীরিক সম্পর্ক গোপন রাখতে ট্রাম্প এই অর্থ ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ। তবে ট্রাম্প প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। এবার আদালতেও সেই ধারাই অব্যাহত রাখবেন বলে জানা গেছে। ৭৬ বছর বয়স্ক ট্রাম্প মার্কিন ইতিহাসের প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে অভিযুক্ত হয়েছেন।

নিউ ইয়র্ক সময় মঙ্গলবার সকালে সিক্রেট সার্ভিসের এজেন্টরা ট্রাম্পকে নিয়ে আদালতে যাবেন। শুনানির সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রকাশ করা হবে।

দুপুর ২ টার পর এই শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। তার আইনজীবীরা জানিয়েছেন, আদালতে ট্রাম্প অভিযোগ অস্বীকার করবেন। এর আগে তিনি ম্যানহাটান ডিস্ট্রিক অ্যাটর্নি আলভিন ব্র্যাগের অফিসে গিয়ে আত্মসমর্পণ করবেন। এরপর তাকে আদালতে নেয়া হবে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ শোনানো হবে। এরপর তিনি দোষ স্বীকার বা অস্বীকার করতে পারবেন। পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে। এ নিয়ে দীর্ঘদিন তদন্তের অধীনে ছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। এরপর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো। তবে ঠিক কি অভিযোগ আনা হয়েছে তা এখনও জানা যায়নি। কারও মুখ বন্ধে অর্থ প্রদান আইনত বৈধ নয়। এ জন্যে শাস্তি পেতে পারেন ট্রাম্প। আবার এই অর্থ প্রদান করতে গিয়ে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগও রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।

আশা করা হচ্ছে যে ট্রাম্প আদালতে জামিন পেয়ে যাবেন এবং ফ্লোরিডায় তার বাড়িতে ফিরে যাবেন। এদিন রাত দশটার পর তার বক্তব্য দেয়ার কথা রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৪ এপ্রিল ২০২৩





আরো খবর: