শিরোনাম ::
রামুতে সা.কা চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার স্বাক্ষ্যদানকারী আটক রামু প্রেস ক্লাবের জরুরী সভায় সাংগঠনিক সম্পাদকসহ ৫ জন বহিস্কার চকরিয়ায় গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কাঠুরিয়া নিহত, রাতে জঙ্গল থেকে মরদেহ উদ্ধার টেকনাফে মুক্তিপণে ছাড়া পেল অপহৃত দুইজন অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি ৩০০ জনের বিরুদ্ধে মামলা, আটক যুবক কারাগারে উখিয়া-টেকনাফের চালের কার্ড অন্য জেলায় হস্তান্তরের পায়তারা, ফুঁসে উঠেছে এলাকাবাসী ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াক্ফ বিল পাসের প্রতিবাদে রামুতে বিক্ষোভ মিছিল চকরিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবিতে শিক্ষক-কর্মচারিদের কর্মবিরতি,
রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

অস্ত্রের মুখে জিম্মি করে ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

কক্সবাজারের টেকনাফের উপকূলীয় জলসীমা থেকে পাঁচটি মাছ ধরার ট্রলারসহ ১১ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে টেকনাফ-সেন্টমার্টিনের কাছাকাছি বাংলাদেশ জলসীমা থেকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সদস্যরা।

বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুইটি ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে করে নাফ নদীসহ সাগরে মাছ শিকার নিয়ে জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে টেকনাফের শাহপরীর দ্বীপ ইউপি সদস্য আব্দুস ছালাম বলেন, “ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। আমরা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “পাঁচটি ট্রলারসহ ১১ জন জেলেকে সাগর থেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়ে খবর পেয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।”

তিনি আরও জানান, ধৃত ট্রলারের মধ্যে দুটি ট্রলারের মালিক টেকনাফের মো. কালাম ও মো. শাওন। এই দুটি ট্রলারে ১১ জন জেলে ছিলেন। বাকি তিনটি ট্রলার সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আরো খবর: