শিরোনাম ::
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ তালুকদারের পদ স্থগিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিতদের মশাল মিছিল বেতনের কারণে শিক্ষার্থীদের পরীক্ষা থেকে বহিষ্কার গুমের তদন্তসহ প্রযুক্তিগত সহযোগিতায় জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে যৌনকর্মীর প্রেম নিয়ে বানানো ছবির অস্কার জয় ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন কার্যক্রম চলমান থাকবে হাসিনাকে হাতে ধরে রাজনীতির মাঠে ফেরানোর ক্ষমতা ভারতের নেই পুলিশের ১৮ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ২১ এপ্রিল থেকে সরাসরি রিয়াদে ফ্লাইট শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা অস্কারের মঞ্চে ইতিহাস গড়লেন শন বেকার, আনোরা তাঁকে এনে দিল ৪টি পুরস্কার
বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

অস্কারের মঞ্চে ইতিহাস গড়লেন শন বেকার, আনোরা তাঁকে এনে দিল ৪টি পুরস্কার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৫ মার্চ, ২০২৫


লস অ্যাঞ্জলেসে অনুষ্ঠিত হয়ে গেল চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অস্কারের ৯৭তম আসর। এবারের অনুষ্ঠানে ‘আনোরা’-র জন্য পরপর চারটি পুরস্কারে পুরস্কৃত হয়ে ইতিহাস গড়লেন শন বেকার।

সেরা পরিচালক, সেরা সিনেমা, সেরা অরিজিনাল চিত্রনাট্য এবং সেরা সম্পাদনা বিভাগে পুরস্কৃত হয়েছেন শন। শুধু তাই নয়, ‘আনোরা’ সিনেমায় অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন মাইকি ম্যাডিসন।

৪টি পুরস্কার জিতে ইতিহাস গড়ার পর নিজের বক্তব্যে শন বলেন, সবার কাছে নিবেদন দয়া করে সবার আগে আপনারা সিনেমার থিয়েট্রিক্যাল রিলিজের দিকে নজর দিন। প্রত্যেক বাবা মায়েদের কাছে বিনীত অনুরোধ, আপনারা সন্তানদের ফিচার ফিল্মের সঙ্গে পরিচয় করান, তবেই পরবর্তী প্রজন্মের ছেলে-মেয়েরা চলচ্চিত্রপ্রেমী হয়ে উঠবে। সব সময় ছেলে-মেয়েদের নিয়ে সিনেমা হলে সিনেমা দেখুন, তাহলে বড় পর্দায় সিনেমা দেখার ঐতিহ্য বজায় থাকবে।

এই বছর শন বেকারের পাশাপাশি পরিচালক বং জুন হো ‘প্যারাসাইট’ সিনেমার জন্য ৪টি পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা আন্তর্জাতিক ফিচারে পুরস্কৃত হয়েছেন পরিচালক বং। কিন্তু যেহেতু সেরা আন্তর্জাতিক ফিচারের অস্কারের দাবিদার হয় সেই দেশ (এক্ষেত্রে দক্ষিণ কোরিয়া), পরিচালক নয়, তাই ‘প্যারাসাইট’ ৪টি পুরস্কারে পুরস্কৃত হয়েও আদতে পরিচালক পেয়েছেন মাত্র তিনটি পুরস্কার।

অস্কারের ইতিহাসে আরও একজন পরিচালক আছেন যিনি অস্কারের মঞ্চে ৪টি পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। তবে তিনি একটি সিনেমার জন্য নন, চারটি ভিন্ন সিনেমার জন্য পুরস্কৃত হয়েছিলেন অস্কারে। তিনি হলেন চলচ্চিত্র নির্মাতা ওয়াল্ড ডিজনি।

১৯৫৩ সালে তিনি যে বিষয়গুলিতে পুরস্কৃত হয়েছিলেন সেগুলি ছিল, সেরা ডকুমেন্টারি ফিচার (দ্য লিভিং ডেজার্ট), সেরা ডকুমেন্টারি শর্ট সাবজেক্ট (দ্য আলাস্কান এস্কিমো), সেরা কার্টুন শর্ট সাবজেক্ট (টুট, হুইসেল, প্লাঙ্ক এবং বুম) এবং সেরা টু-রিল শর্ট সাবজেক্ট (বিয়ার কান্ট্রি)।

এনএন/ ০৩ মার্চ ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::অস্কারের মঞ্চে ইতিহাস গড়লেন শন বেকার, আনোরা তাঁকে এনে দিল ৪টি পুরস্কার first appeared on DesheBideshe.



আরো খবর: