কলকাতা, ১৪ ডিসেম্বর – আর্থিক কষ্টে ভুগছেন ভারতীয় বাংলার সিনেমার প্রয়াত অভিনেতা তাপস পালের পরিবার। তাই অভাব থেকে পরিত্রাণ পেতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ হাতে আঁকা উপহারের দুটি ছবি বিক্রি করে দিতে চাইছেন অভিনেতার স্ত্রী নন্দিনী পাল। অভিনেতা তাপস পাল যখন বেঁচে ছিলেন, তখন ওই ছবি দুটি তাকে উপহার দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। খবর হিন্দুস্তান টাইমস।
সংবাদমাধ্যমকে নন্দিনী পাল বলেছেন, ‘নিজের আঁকা দুটি ছবি তাপসকে উপহার দিয়েছিলেন দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়)। শুনেছি, তার আঁকা ছবি কোটি টাকায় বিক্রি হয়। তাই আমি ছবি দুটি বিক্রি করতে চাই। কেউ ১ কোটি টাকা দিলেও ছবি দুটি বিক্রি করে দেব।’
স্বামী তাপসের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কোনো লাভ হয়নি বলে জানিয়েছেন নন্দিনী। তার ভাষ্য, ‘জানি না তাপসের সঙ্গে কেন এমন খারাপ ব্যবহার করা হলো। আমার স্বামী মারা যাওয়ার পর দিদির সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। তাকে তিনবার চিঠি দিয়েও কোনো ফিরতি জবাব পাইনি।’
এ বিষয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘তাপসের পরিবারের সঙ্গে পরিচয় আছে। অভিনেতার অকাল মৃত্যু দুঃখজনক। হতে পারে, তার পরিবার কিছু নিয়ে অভিমান করেছে। কিন্তু যখনই তাপসের স্ত্রী আমাকে ফোন কল করেছেন, আমি কথা বলেছি। সাধ্যমতো সাহায্যও করেছি। কিন্তু সবসময় তো আর সব কাজ করা যায় না।’
উল্লেখ্য, টালিউড অভিনেতা তাপস পাল ভারতে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি ৬১ বছর বয়সে মারা যান তিনি।
আইএ/ ১৪ ডিসেম্বর ২০২৩