শিরোনাম ::
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:০০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

অভিনেতা সাইফ আলী খানকে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫


মুম্বাই, ১৬ জানুয়ারি – গভীর রাতে বাড়িতে ঢুকে বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে সাইফের বান্দ্রার বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে পড়ে। ওই সময় তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুর্বৃত্তদের আটকাতে গিয়ে আহত হন সাইফ। যখন ডাকাতির চেষ্টা করা হয়, ওই সময় দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে জখম হন অভিনেতা।

এ প্রসঙ্গে বান্দ্রা ডিভিশনের ডিসিপি বলেন, সাইফের বাড়িতে রাত আড়াইটার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। এই মুহূর্তে আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন সাইফ।

লীলাবতী হাসপাতালের চিকিৎসক বলেন, সাইফের বাড়িতে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েছিল। ছুরিকাঘাতের পর রাত সাড়ে তিনটার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। অভিনেতার শরীরে ছয়টি আঘাত রয়েছে। যার মধ্যে দুটি বেশ গভীর। একটি আঘাত তার মেরুদণ্ডের কাছাকাছি। অস্ত্রোপচারের পরই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আইএ/ ১৬ জানুয়ারি ২০২৫

 



আরো খবর: