শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
সোমবার, ১২ মে ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বাবা মারা গেছেন

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বাবা মারা গেছেন


মুম্বাই, ২২ আগস্ট – এ মুহূর্তে বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ওএমজি-২’। মাত্র ১০ দিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে পঙ্কজ ত্রিপাঠী ও অক্ষয় কুমার অভিনীত এ সিনেমা। বক্স অফিসের সাফল্য উপভোগের সময় হঠাৎ বাবার মৃত্যুর খবর পেলেন পঙ্কজ। খবর পেয়েই শুটিং বাতিল করে বিহার ছুটলেন অভিনেতা।

সোমবার (২১ আগস্ট) সকালে নিজ বাসভবনে মৃত্যু হয় অভিনেতার বাবা পণ্ডিত বেনারস তিওয়ারির। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। যদিও এখনও পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি।

পঙ্কজের পরিবারের তরফে এক বিবৃতিতে জানানো হয়, গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি যে- পঙ্কজ ত্রিপাঠীর বাবা পণ্ডিত বেনারস তিওয়ারির মৃত্যু হয়েছে। আজই গোপালগঞ্জ গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

জনপ্রিয় এ অভিনেতার বাবার ইচ্ছে ছিল, তার ছেলে বড় হয়ে চিকিৎসক হবেন। কিন্তু পঙ্কজের ইচ্ছে ছিল অভিনেতা হওয়ার। তাই বিহারের ওই গ্রাম থেকে চলে আসেন দিল্লিতে। সেখানেই পড়াশোনা শেষ করে পাড়ি দেন মুম্বাইয়ে। দীর্ঘ সময় সংগ্রামের পর সুযোগ আসে অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অব ওয়েসিপুর’ সিনেমাতে অভিনয়ের। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে।

প্রসঙ্গত, ২০২০ সালে ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, আমার কোনো কাজই বাবা দেখেননি। কারণ, আমার গ্রামের বাড়িতে টিভি নেই। বাবা পছন্দ করেন না। আমি কী করি, সেই সম্পর্কে বিশেষ ধারণা নেই তার। মাঝেমধ্যে জিজ্ঞেস করেন, ঠিক আছি কি না, ব্যস। যদিও আমি বেশ কয়েকবার টিভি কিনে দেওয়ার কথা বলেছি। তবে প্রতিবারই বাবা বলেছেন, কোনো প্রয়োজন নেই।

আইএ/ ২২ আগস্ট ২০২৩





আরো খবর: