সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

অনুদান নয়, সুইডেনকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫


ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইডেনকে বাংলাদেশে উন্নয়ন সহায়তা হিসেবে অনুদান দেওয়ার পরিবর্তে সামাজিক ব্যবসায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সুইডিশ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার (সিডা) মহাপরিচালক ইয়াকোব গ্রানিট প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, আমি যা প্রচার করে আসছি তা হলো সামাজিক ব্যবসা, কারণ অনুদানের অর্থ আসলে দান। স্বাস্থ্যসেবা সামাজিক ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনাময় একটি খাত।

বাংলাদেশের বিদ্যুৎ সংকট মোকাবিলায় সুইডেনের সহায়তা চেয়ে তিনি বলেন, আমরা জ্বালানি সংকটে ভুগছি। নেপালে জলবিদ্যুৎ উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে এবং আমরা সেটি আমদানি করতে চাই। সিডা আমাদের উভয়ের সঙ্গে সহযোগিতা করতে পারে।

সিডা সুইডিশ সরকারের বৈশ্বিক উন্নয়ন নীতি বাস্তবায়ন করে। সুইডেনের বর্তমান আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতার কৌশল ২০২১-২৫ মেয়াদে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছে।

তিনি আরও বলেন, আমরা দেখছি কীভাবে বাংলাদেশ সরকারকে সহায়তা করা যায়। এটা নিশ্চিত করতে চাই যে আমরা যথাযথ সহায়তা প্রদান করছি।

এসময় সুইডিশ কর্মকর্তা অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সম্পর্কে জানতে চান।

প্রধান উপদেষ্টা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেন যে সুইডেনের সহায়তা বাংলাদেশের রূপান্তর প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে। তিনি বলেন, একটি অন্তর্বর্তী সরকার হিসেবে আমাদের হাতে বেশি সময় নেই, তবে আমরা ভিত্তি গড়ে তুলতে চাই।

ড. ইউনূস আরও বলেন, পূর্ববর্তী সরকারের সময় বাংলাদেশে সবকিছু ভেঙে পড়েছিল। আমরা ধাপে ধাপে সেগুলো পুনর্গঠন করছি।

রাষ্ট্রদূত উইকস রোহিঙ্গা সংকট সমাধানের জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি সুইডেনের অব্যাহত সহায়তার আশ্বাস দেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৫



আরো খবর: