শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

৭০ বছর পর চার্লসের রাজ্যাভিষেক, জড়ো হচ্ছে হাজারো মানুষ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৬ মে, ২০২৩
৭০ বছর পর চার্লসের রাজ্যাভিষেক, জড়ো হচ্ছে হাজারো মানুষ


লন্ডন, ০৬ মে – ৭০ বছর পর ৪০ তম রাজা পেতে চলেছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ। আজ শনিবার ওয়েস্টমিনস্টার অ্য়াবেতে হবে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক।

গত বছরের সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণের পর ইংল্যান্ডের রাজা হিসেবে চার্লসের নাম ঘোষণা করা হয়। প্রায় আট মাস পর রাজ্যাভিষেক হচ্ছে তাঁর। শতবর্ষ ধরে চলে আসা প্রথা মেনেই এই অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন কেন্টারবেরির আর্চবিশপ।

১৯৫৩ সালে শেষবার রাজ্যাভিষেকের অনুষ্ঠান হয় ইংল্যান্ডে। সেসময় সিংহাসনে বসেন রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রায় ৭০ বছর পর আবার রাজ্যাভিষেকের অনুষ্ঠান হতে চলেছে ইংল্যান্ডে।

শপথ গ্রহণের পাশাপাশি রাজার মাথায় পরানো হবে রাজমুকুট। জাঁকজমকপূর্ণ সাজসজ্জা ও ধর্মীয় রীতির পাশাপাশি রাজকীয় অভিষেক অনুষ্ঠানে থাকবে নানা আয়োজন। উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানসহ দুই হাজার অতিথি।

যুক্তরাজ্যের রাজপরিবারের প্রধান দপ্তর বাকিংহাম প্যালেস সূত্রে জানা গেছে, অভিষেক অনুষ্ঠানের ব্যাপ্তি হবে ২ ঘণ্টা। শনিবার স্থানীয় সময় বেলা ১১ টার দিকে অভিষেকের আনুষ্ঠানিকতা শুরুর আগে রাজাকে বহনকারী গাড়িবহর বাকিংহাম প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবে অভিমুখে যাত্রা শুরু করবে। ৭০ বছর পর চার্লসের রাজ্যাভিষেক, জড়ো হচ্ছে হাজারো মানুষ

রাজ্যভিষেকের এ অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সাজ সাজ অবস্থা বিরাজ করছে। ৭০ বছরের মধ্যে প্রথম এ অভিষেক সরাসরি দেখতে সেন্ট্রাল লন্ডনের মল, হোয়াইট হল এবং পার্লামেন্ট স্কোয়ার ঘিরে হাজার হাজার জনতা এবং রাজপরিবারের ভক্ত-শুভাকাঙ্ক্ষী ভিড় করছেন। রাজাকে একনজর দেখতে রাস্তায় লাইন ধরে জড়ো হয়েছেন হাজারো মানুষ।

যুক্তরাজ্যের রাজপরিবারের প্রধান দপ্তর বাকিংহাম প্যালেস সূত্রে জানা গেছে, অভিষেক অনুষ্ঠানের ব্যাপ্তি হবে ২ ঘণ্টা। অভিষেক অনুষ্ঠানের পরপরই ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে প্রাসাদ অভিমুখে অভিষেক শোভাযাত্রার আয়োজন করা হবে। বিকালে রাজা এবং রানি বাকিংহাম প্রাসাদের ব্যালকনি থেকে জনতার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানাবেন।

আজকের এ অভিষেকের মধ্যে দিয়ে যুক্তরাজ্যসহ আরও ১৪টি রাজ্যের রাষ্ট্রপ্রধান হবেন রাজা তৃতীয় চার্লস।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ০৬ মে ২০২৩





আরো খবর: