শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

৬ মাসের প্রেমে একাধিকবার শারীরিক সম্পর্ক, প্রেমিকের বাসার গেটে কিশোরী

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২০ অক্টোবর, ২০২১

নাটোরের গুরুদাসপুরে ৬ মাসের প্রেমের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার পর বিয়ের দাবিতে প্রেমিকের বাসার সামনে অনশনে বসেছে এক কিশোরী। মঙ্গলবার সন্ধ্যায় ঐ উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি মোমিন আলী নাজিরপুর এলাকার হামিদ আলীর ছেলে। তার প্রেমিকার বাড়ি সিংড়া উপজেলার চামারি এলাকায়। ঐ কিশোরী এ বছরের এসএসসি পরীক্ষার্থী।

জানা গেছে, মোমিন আলীর সঙ্গে ঐ কিশোরীর প্রায় ৬ মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই জেরে বিয়ের প্রলোভনে তারা একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান। এরপর ঐ কিশোরী বিয়ের কথা বললে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন মোমিন। এ কারণে মঙ্গলবার বিকেলে মোমিনের বাসায় হাজির হন প্রেমিকা।

স্থানীয়রা জানায়, মোমিনের পরিবার ঐ কিশোরীকে মারধর করে এবং গলা ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এরপর মোমিনসহ সবাই বাসায় তালা দিয়ে পালিয়ে যায়। পরে বাড়ির গেটের সামনে অনশন শুরু করলে ভুক্তভোগীকে আশ্রয় দেন মোমিনের এক প্রতিবেশী।

ভুক্তভোগী কিশোরী বলেন, মোমিন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। এখন তাকে বিয়ের কথা বললে নানা অজুহাতে বারবার এড়িয়ে যায়। সে আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না।

অভিযুক্ত মোমিন আলী ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সরেজমিনে গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন।


আরো খবর: