রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:২৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

৩৯ ব্যক্তির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩


ওয়াশিংটন, ২০ জুলাই – চার দেশের ৩৯ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্তসহ বিভিন্ন অভিযোগে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

গুগল নিউজে ফলো করুন আরটিভি অনলাইন
বুধবার (১৯ জুলাই) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলো মধ্যে নিকারাগুয়ার ১৩ জন, গুয়াতেমালার ১০ জন, হন্ডুরাসের ১০ জন এবং এল সালভাদরের ৬ জনের নাম রয়েছে।

তালিকায় এল সালভাদরের সাবেক দুই প্রেসিডেন্ট ছাড়াও বেশ কয়েকজন বিচারক এবং সাবেক ও বর্তমান প্রসিকিউটর রয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, নিষেধাজ্ঞায় পড়া ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। তাদের মধ্যে কারও মার্কিন ভিসা থাকলে তা বাতিল করা হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২০ জুলাই ২০২৩

 


আরো খবর: