কিয়েভ, ১৯ ফেব্রুয়ারি – ইউক্রেনে রুশ হামলার এক বছর হতে আর মাত্র চার দিন বাকি। ওইদিন ইউক্রেনে বড় হামলার ঘোষণা দিয়েছে মস্কো। তবে ২৪ ফেব্রুয়ারির আগেই হামলা শুরু করে দিয়েছে মস্কো। খবর আনাদোলু এজেন্সির।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতিতে বলেছেন, গত ২৪ ঘণ্টায় দেশটির প্রায় ১০টি প্রদেশে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী। এ হামলার জন্য রাশিয়াকে কড়া হুমকি দিয়েছেন জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, রাশিয়ার এসব কর্মকাণ্ডের যথাযথ শাস্তি দেওয়া হবে। প্রতিটি হামলার জন্য এবং প্রতিটি জীবনের মূল্য দিতে হবে রাশিয়াকে।
এক টেলিগ্রাম বার্তায় জেলেনস্কি লিখেছেন- ইউক্রেনে নিক্ষেপ করা প্রতিটি ক্ষেপণাস্ত্রের জবাব দেওয়া হবে।
অন্য একটি বিবৃতিতে জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে প্রতিদিন এবং প্রতি সপ্তাহে আন্তর্জাতিক মহলে যোগাযোগ অব্যাহত রাখছে কিয়েভ।
প্রসঙ্গত, গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে রাশিয়া। তা এখনো চলছে। এর প্রতিবাদে রাশিয়ার ১৩ হাজার ৫৯৬ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা।
সূত্র: যুগান্তর