শিরোনাম ::
কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন চকরিয়ার দায়িত্ববার নিয়েছেন নবাগত ইউএনও আতিকুর রহমান, বিদায়ী ইউএনও কক্সবাজারস্থ শরনার্থী কমিশনে চকরিয়ায় সুরাজপুরে সড়কের উপর বন্যহাতির আক্রমণে দুই পথচারী আহত রোহিঙ্গা ক্যাম্পে আইওএম-এনরুট কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন, চাকরিতে পূর্ণবহালসহ চার দফা দাবি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করবেন বাইডেন ও ম্যাক্রোঁ আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার যে কারণে গ্রেফতার হলেন ইসকন নেতা প্রভু চিন্ময় কৃষ্ণ আদানি ইস্যুতে পার্লামেন্টে তুমুল হট্টগোল স্বামী-সন্তানসহ সাবেক এমপি হেনরীর দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

‘হ্যারি পটার’-এর প্রফেসর ম্যাকগোনাগল মারা গেছেন

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
‘হ্যারি পটার’-এর প্রফেসর ম্যাকগোনাগল মারা গেছেন


মারা গেলেন ‘হ্যারি পটার’এর প্রফেসর ‘মিনার্ভা ম্যাকগোনাগল’ অর্থাৎ ডেম ম্যাগি স্মিথ। শুক্রবার লন্ডনের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এ অভিনেত্রী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর।

পরিবারের তরফে এক বিবৃতির মাধ্যমে ম্যাগির পুত্র ক্রিস লারকিন ও টবি স্টিফেনস অভিনেত্রীর মৃত্যুর খবর গণমাধ্যমকে জানান। বিবৃতি বলা হয়েছে, ‘তিনি দুই ছেলে ও পাঁচ নাতি-নাতনিকে রেখে প্রয়াত হয়েছেন। ম্যাগির মতো অসাধারণ মা ও দাদিকে হারিয়ে ভেঙে পড়েছেন দুই ছেলে ও নাতি-নাতনিরা।’

১৯৬৯ সালে ‘দ্য প্রাইম অফ মিস জঁ বর্দি’ ছবির জন্য অস্কার জেতেন ম্যাগি। এছাড়াও ১৯৭৮ সালে অস্কারজয়ী ছবি ‘ক্যালিফোর্নিয়া সুট’এরও অংশ ছিলেন তিনি। তার অভিনীত সিনেমার মধ্যে ‘দ্য বেস্ট এক্সটিক ম্যারিগোল্ড হোটেল’, ‘কোয়ার্টেট’, ‘ওথেলো’, ‘ট্রাভেলস উইথ মাই আন্ট’, ‘রুম উইথ আ ভিউ’, ‘গোসফোর্ড পার্ক’ উল্লেখযোগ্য। এছাড়া টিভি সিরিজ় ‘ডাউনটন অ্যাবি’তেও অভিনয় করেছিলেন ম্যাগি।

বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুতে চলচ্চিত্র জগতের পাশাপাশি পটারপ্রেমীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর প্রয়াত হয়েছিলেন ‘হ্যারি পটার’ সিরিজ়ের আর এক বর্ষীয়ান অভিনেতা মাইকেল গ্যাম্বন। এর আগে ২০২২ সালে প্রয়াত হন প্রফেসর ‘হ্যাগরিড’এর চরিত্রাভিনেতা রবি কোলট্রেন।

জেকে রাউলিং সৃষ্ট হ্যারি পটার। ২০০১ সালে মুক্তি পেয়েছিল প্রথম সিনেমা ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসরার্স স্টোন’। সিরিজ়ের শেষ ছবি ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ়’ মুক্তি পায় ২০১১ সালে।

আইএ/ ২৮ সেপ্টেম্বর ২০২৪





আরো খবর: