শিরোনাম ::
দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে প্রশিক্ষণ ব্যয় ১০ কোটি টাকা পেকুয়ায় জামায়াত ইসলামির দাওয়াতি প্রোগ্রাম ও পথসভা দ্রুতই ‘রোডম্যাপ’ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার মহেশখালীতে পুলিশের অভিযানে হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪  পেকুয়ায় লবণের দরপতন, স্থবিরতা অর্থনীতিতে উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন, পুরষ্কার বিতরণ শয়তানের চক্রান্ত থেকে বাঁচার উপায় এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে ভোলায় জিয়া মঞ্চের লিফলেট বিতরণ 
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

হোয়াইট হাউজে গান গাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
হোয়াইট হাউজে গান গাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট


ওয়াশিংটন, ২৭ এপ্রিল – ছয় দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রে গিয়ে জনপ্রিয় ‘আমেরিকান পাই’ গানটি গেয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সামনেই তিনি গানটি পরিবেশন করেন।

ইয়ুলের গান শুনে অবাক হয়েছেন বাইডেন। খবর বার্তা সংস্থা এপি।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার (২৬ এপ্রিল) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক ও নৈশভোজে অংশ নেন ইয়ুন সুক ইয়ুল। হোয়াইট হাউজে তাদের সাক্ষাৎ হয়। এ সময় দুজনের মধ্যে উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক হামলা নিয়ে আলাপও হয়েছে।

গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও সাধার‌ণ আলোচনা করেন তারা। পরে কিছুক্ষণ আনন্দঘন সময় কাটান। এ সময় জনপ্রিয় আমেরিকান পাই গানটি নিয়ে কথা বলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পরে তাকে গানটি গাইতে অনুরোধ করেন বাইডেন।

তিনি বলেন, আমরা জানি আমেরিকান পাই আপনার অন্যতম একটি প্রিয় গান। প্রতি উত্তরে ইয়ুন সুক ইয়ুলও নিজের পছন্দের কথা স্বীকার করেন। তিনি জানান, ১৯৭১ সালে প্রথম প্রকাশিত হয় এবং সে সময় থেকেই তিনি গানটি পছন্দ করেন। সে সময় তিনি স্কুলছাত্র ছিলেন।

ইয়ুলের কথা শেষ হতেই বাইডেন তাকে বলেন, আমরা সবাই চাই আপনি গানটি গাইবেন। ইয়ুল রাজি হলে উপস্থিত লোকজন চিৎকার করে তাকে সহমত জানান। পরে তিনি কোনো বাদ্যযন্ত্র ছাড়াই আমেরিকান পাই গানটির কয়েকলাইন গেয়ে শোনান। উপস্থিত লোকজন এ সময় করতালির মাধ্যমে তাকে অভিবাদন জানান।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ২৭ এপ্রিল ২০২৩





আরো খবর: