মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

হোটেল কক্ষ থেকে জনপ্রিয় দক্ষিণি অভিনেতার মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫


হায়দ্রাবাদ, ৩০ ডিসেম্বর – ভারতের উত্তর প্রদেশের বেনারসের একটি হোটেল রুম থেকে মালয়ালাম অভিনেতা দিলীপ শঙ্করের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুইদিন ধরে সেই হোটেল থেকে অভিনেতাকে বের হতে না দেখলে সন্দেহ হয় সেখানকার কর্মীদের। এরপর গত রোববার পুলিশ ঘটনাস্থলে গেলে দিলীপের মরদেহ উদ্ধার করা হয়। মূলত, আউটডোর শ্যুটিংয়ের উদ্দেশ্যেই সেই হোটেলে ছিলেন অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের খবর, মালয়ালম টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বেশ খ্যাতনামা দিলীপ শংকর। সম্প্রতি উত্তর প্রদেশে একটি ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। সেই সিরিয়ালের নির্মাতারা জানিয়েছেন, শ্যুটিংয়ে সাময়িক বিরতি ছিল। তাই দুইদিন আগে শেষবার সেটে এসেছিলেন দিলীপ। ফের সিরিয়ালের শ্যুটিংয়ে যোগ দেওয়ার জন্য তিরুবন্তপুরমের একটি হোটেলে থেকে যান। কিন্তু এর দুইদিন পর তার মরদেহ মেলে।

এদিকে দিলীপ শঙ্করের সহ-অভিনেতারা জানিয়েছেন, বিগত কয়েক দিন ধরেই নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। ফলে একরকম রহস্যের মধ্য দিয়ে যাচ্ছে এই মৃত্যু। পুলিশ ইতোমধ্যে এই অভিনেতার মৃত্যুর কারণ বের করতে তদন্তে নেমেছে।

হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘর থেকে পচা গন্ধ বের হতেই কর্মীরা তড়িঘড়ি করে দরজা ভেঙে অভিনেতার দেহ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, আম্মাইয়ারিআত্থে, পঞ্চগনির মতো একাধিক জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন দিলীপ শংকর। এদিকে অভিনেতার মৃত্যুর খবরে দক্ষিণী টেলিদুনিয়া এবং ভক্তমহলে শোকের ছায়া নেমে এসেছে।



আরো খবর: