দিনাজপুর, ১৭ ফেব্রুয়ারি – দিনাজপুরের হিলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শাহাবুল হোসেন বাবু (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফকিরপাড়া ধরন্দা সীমান্তের ২০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনায় ঘটে।
নিহত শাহাবুল হোসেন হাকিমপুর উপজেলার ধরন্দা ফকিরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
হাকিমপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম কেবলা বিষয়টি নিশ্চিত করেছেন।
জানতে চাইলে জয়পুরহাট বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বলেন, হিলি সীমান্তের ভারতীয় অংশে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে নিহত যুবক বাংলাদেশি নাকি ভারতীয় এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: জাগো নিউজ
আইএ/ ১৭ ফেব্রুয়ারি ২০২৩