শিরোনাম ::
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

হাসপাতালে ভর্তি ভিক্টর ব্যানার্জি – DesheBideshe

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
হাসপাতালে ভর্তি ভিক্টর ব্যানার্জি - DesheBideshe


কলকাতা, ১৮ আগস্ট – গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টলিউডের বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি। শোনা যাচ্ছে, মাইল্ড হার্ট অ্যাটাক করেছেন তিনি।

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম থেকে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এই তারকার শারীরিক পরীক্ষা করা হয়েছে। তার হার্টে ব্লকেজ ধরা পড়েছে।

হাসপাতাল সূত্র বলছে, আপাতত কয়েকটা দিন হাসপাতালেই কাটাতে হবে এ অভিনেতাকে। প্রথমে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। পরে জেনারেল বেডে দেওয়া হয়। চিকিৎসকরা নিয়মিত তার শারীরিক অবস্থার খেয়াল রাখছেন। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

প্রসঙ্গত, এর আগে দুইবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। দ্বিতীয়বার করোনার দোসর ছিল ডেঙ্গু। সেই সময় ১০৩ জ্বর ছিল তার।

সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় কাজ করেছেন অভিনেতা ভিক্টর ব্যানার্জি। ‘ঘরে বাইরে’, ‘শতরঞ্জ কে খিলাড়ি’, ‘দেবতা’, ‘আক্রোশ’, ‘মহাপৃথিবী’র মতো একাধিক কালজয়ী সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সর্বশেষ নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ’ চলচ্চিত্রে তাকে দেখা যায়।

আইএ/ ১৮ আগস্ট ২০২৪





আরো খবর: