রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

হবিগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
হবিগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩


হবিগঞ্জ, ০৮ সেপ্টেম্বর – হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ সড়কের চাঁনভাঙ্গা এলাকায় সিএনজি অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহতসহ ২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চুনারুঘাটগামী একটি সিএনজি অটোরিকশা উল্লেখিত স্থানে পৌঁছলে একটি ভ্যানগাড়িকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। তখন নারীসহ ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এতে মিরাশী গ্রামের সিএনজি চালক রুমেল মিয়া (৩৫) সহ অপর এক যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তারা মারা যায়। তবে নারী ও অপর যুবকের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

অপর আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে পিকআপ চালক পালিয়ে গেছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ওই সড়ক দুর্ঘটনায় ঘটনায় ৩ জন নিহত হয়েছে। তবে দুইজনের পরিচয় জানার চেষ্টা চলছে। আহত ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৮ সেপ্টেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::হবিগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩ first appeared on DesheBideshe.



আরো খবর: