শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো। সব অপশক্তিকে প্রতিহত করবো। মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে আমরা দীপ্ত পায়ে এগিয়ে যাবো ‘
রবিবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা দিবসে আমরা প্রত্যয় ব্যক্ত করতে চাই, যে স্বপ্ন নিয়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন, শোষণমুক্ত একটি সমাজ গড়তে এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশ তৈরি হয়েছিল, সেই বাংলাদেশকে আমরা অবশ্যই বাস্তবায়িত করবো। যে বাংলাদেশকে বঙ্গবন্ধু বলেছিলেন স্বপ্নের সোনার বাংলাদেশ। আর বঙ্গবন্ধুর কন্যা বলেছেন, ২০৪১ সালের মধ্যে হবে এ বাংলাদেশ একটি “স্মার্ট বাংলাদেশ”।’
এ সময় উপস্থিত ছিলেন– জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।