রিয়াদ, ২৯ ডিসেম্বর -নতুন সোনার খনির সন্ধান পেয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রয়াত্ত্ব খনি কোম্পানি মাদেন এ দাবি করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মাদেন জানিয়েছে, তারা মানসুরাহ মাসারাহ স্বর্ণ খনির দক্ষিণে নতুন খনির সন্ধান পেয়েছে। এ এলাকায় বেশ কয়েকটি খনি রয়েছে বলে দাবি কোম্পানিটির। এজন্য সেখানে ব্যাপক অনুসন্ধান চালানোর ইঙ্গিত দিয়েছে তারা।
মাদেন এক বিৃবতিতে জানিয়েছে, ১০০ কিলোমিটারের একটি উপত্যকায় এ খনিটি পেয়েছে। ২০২২ সালে এ অঞ্চলে প্রথম খনির জন্য অনুসন্ধান শুরু করে কোম্পানিটি।
খনি থেকে প্রাপ্ত সোনার নমুনা পরীক্ষা করেছে কোম্পানিটি। যেখানে দুটি নমুনার একটিতে প্রতি টনে ১০ দশমিক ৪ গ্রাম সোনা ও অন্যটিতে ২০ দশমিক ৬ গ্রাম সোনা মিলেছে। মানসুরা মাসারাহের দুটি খনির এলোমেলো খননের ফলে এ সোনার অস্তিত্ব মিলেছে। যার ভিত্তিতে এসব এলাকায় ব্যাপক সোনা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
কোম্পানির তথ্যানুসারে, প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মাদেন ব্যাপক খনন কাজ করার পরিকল্পনা নিয়েছে। ২০২৪ সালে তারা এলাকাটিতে খননের কাজ শুরু করবে।
এর আগে মাদেনের সিইও রবার্ট উইল্ট গত অক্টোবরে জানান, তারা সোনা ও ফসফরাসের উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে।
কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, মানসুরাহ মাসারাহের সোনার খনি থেকে ২০২৩ সালে প্রায় সাত মিলিয়ন আউন্স বা ১ লাখ ৯৮ হাজার ৫০০ কেজির মতো স্বর্ণ পাওয়া গিয়েছে। বছরে এ খনি থেকে আড়াই লাখ আউন্স সোনা উৎপাদনের সক্ষমতা রয়েছে।
মাদেন সৌদি আরবের সরকারের মালিকানাধীন একটি খনন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সার্বভৌম তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফের ৬৭ শতাংশ মালিকানা রয়েছে।
সূত্র: কালবেলা
আইএ/ ২৯ ডিসেম্বর ২০২৩