নয়াদিল্লি, ২৭ মে – আয়কর মামলায় দিল্লি হাইকোর্টে ধাক্কা খেল গান্ধী পরিবার। সোনিয়া গান্ধী, রাহুল ও প্রিয়াংকা আয়কর পুনর্মূল্যায়ন ‘সেন্ট্রাল সার্কেল’-এর হাতে দেওয়ার বিরোধিতা করে যে আবেদন জানিয়েছিলেন বিচারপতি দীনেশ কুমার শর্মা এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ শুক্রবার তা খারিজ করেন দিয়েছে।
এ বিষয়ে আয়কর বিভাগের নির্দেশই বহাল রেখেছেন দিল্লি হাইকোর্ট। গান্ধী পরিবারের তিন সদস্যের পাশাপাশি দুই বিচারপতির বেঞ্চ শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ) এবং সঞ্জয় গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট, জওহর ভবন ট্রাস্ট, রাজীব গান্ধী ফাউন্ডেশন, রাজীব গান্ধী চ্যারিটেবল ট্রাস্ট, ইয়ং ইন্ডিয়ানের মতো অলাভজনক সংস্থার আয়কর পুনর্মূল্যায়ন হস্তান্তরের বিরুদ্ধে আবেদন খারিজ করেছে।
প্রতিটি ক্ষেত্রেই সাধারণ আয়কর মূল্যায়ন (ফেসলেস অ্যাসেসমেন্ট) পদ্ধতির বদলে আবেদনকারী সংস্থাগুলোর আয়কর সংক্রান্ত ফাইল সেন্ট্রাল সার্কলে হস্তান্তর করা হয়েছিল।
দিল্লি হাইকোর্ট জানিয়েছেন, আইন মেনেই সমন্বয়ের সুবিধার কথা বিবেচনা করে মামলাগুলো হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে আয়কর দপ্তর, তা বাতিল করা নিষ্প্রয়োজন।
সূত্র: যুগান্তর
আইএ/ ২৭ মে ২০২৩