শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

সোনাদিয়া চ্যানেলে ফিশিং ট্রলার দুর্ঘটনা : ২ জেলের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া চ্যানেলের কাছে ফিশিং ট্রলার দুর্ঘটনার শিকার হয়ে ২ জেলের মৃত্যু হয়েছে।

তারা হলেন মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের আব্দু শুক্কুরের ছেলে নেছার মিয়া (৩৭) ও আবু তাহেরের ছেলে আরিফ উল্লাহ (২৫)।

মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামাল সংবাদটি নিশ্চিত করে জানিয়েছেন, কক্সবাজারের নুনিয়ারছড়া এলাকার পারভেজ এর মালিকানাধীন ফিশিং বোট নিয়ে ১৪ জন জেলে কিছুদিন আগে সাগরে মাছ ধরতে যায়। দুই দিন আগে মাছ ধরার সময় দুর্ঘটনার কবলে পড়ে দুই জেলের মৃত্যু হয়। গেল রাত ১০ টার দিকে দুই জেলের মরদেহসহ উপকূলে ফিরে আসেন ১২ জেলে।

তবে দুর্ঘটনার শিকার ফিশিং ট্রলারে থাকা ২ জনের মৃত্যু সংবাদ নিশ্চিত করা হলেও অবশিষ্ট ১২ জন উপকূলে ফিরেছেন এ দাবি স্থানীয় চেয়ারম্যানের। উপকূলে ফিরে আসা আরও ১২ জন জেলের মধ্যে আর কেউ আহত আছে কি না সে বিষয়ে কেউ নিশ্চিত করতে পারেনি।

এ ঘটনা নিয়ে মহেশখালী থানার ওসি আবদুল হাই জানিয়েছেন, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে


আরো খবর: